বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫

  বাংলা ১২ মাসের ক্যালেন্ডার হলো দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলে ব্যবহৃত একটি সৌর বর্ষপঞ্জি। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। কারোর মতে,৭ম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী।

বাংলা-১২-মাসের-ক্যালেন্ডার-২০২৫
আবার কারোর মতে,বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কিংবা মুঘল সম্রাট আকবর। বাংলায় প্রচলিত সৌর বর্ষপঞ্জির সাথে চান্দ্র ইসলামী বর্ষপঞ্জি (হিজরি)একত্রিত করে তৈরি করেছিলেন। তবে শামসুজ্জামান খান এবং নিতীশ সেনগুপ্তের মতে, বাংলা বর্ষপঞ্জির উৎপত্তি পরিস্কার নয়।

পেজ সূচীপত্রঃ বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ সমূহ

বাংলা বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২৫

বাংলা বৈশাখ মাসের ক্যালেন্ডার ২০২৫ হচ্ছে  বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর বাংলা মাস সম্পর্কে জানবো। ইংরেজি এপ্রিল-মে মাসকে বাংলায় বৈশাখ মাস ধরা হয়। বাংলা ক্যালেন্ডারে ১২টি মাস বিভিন্ন ঋতু অনুসারে হয়ে থাকে। বৈশাখ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
পহেলা বৈশাখ১ বৈশাখ ১৪৩২সোমবার১৪ এপ্রিল ২০২৫
মে দিবস১৮ বৈশাখ ১৪৩২বৃহস্পতিবার১ মে ২০২৫
বৌদ্ধ পূর্ণিমা২২ বৈশাখ ১৪৩২সোমবার৫ মে
কবিশাখা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস যা বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ মর্যাদা লাভ করে। এই মাসের প্রথম দিন পহেলা বৈশাখ হিসেবে উদযাপিত হয়। বাংলা নববর্ষ এটি, যেখানে নতুন বছরের আগমন উপলক্ষে বাঙালিরা নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।

পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা, হালখাতা খোলা এবং সকালে পান্তা-ইলিশ খাওয়ার রীতি বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের অংশ। বৈশাখের প্রকৃতিতে গ্রীষ্মের উষ্ণতা এবং কালবৈশাখী ঝড় দেখা যায়, যা বাংলার গ্রাম ও শহরের পরিবেশকে বিশেষভাবে চিহ্নিত করে। ১৪ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত এই মাস স্থায়ী হয়।

আরোও পড়ুনঃ

বাংলা জ্যৈষ্ঠ মাসের ক্যালেন্ডার ২০২৫

জ্যৈষ্ঠ মাসের ক্যালেন্ডার ২০২৫ সম্পর্কে জানার আগে আমরা জ্যৈষ্ঠ মাসের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। জেষ্ঠা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ করা হয়েছে। বৈশাখের পরবর্তী মাস হলো জ্যৈষ্ঠ, যা গ্রীষ্মের দ্বিতীয় মাস হিসেবে পরিচিত। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর জ্যৈষ্ঠ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
ঈদুল আযহা২৩ জ্যৈষ্ঠ-২৫ জ্যৈষ্ঠ ১৪৩২শুক্রবার-রবিবার৬ জুন-৮ জুন ২০২৫
এই মাসে প্রচন্ড রকমের গরম পড়ে। এই সময়ে হিংস্র বাঘও গরমের কাছে হার মেনে যায়। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমের পাশাপাশি আমসহ অন্যান্য গ্রীষ্মকালীন ফলের মৌসুম শুরু হয়। বাংলায় জ্যৈষ্ঠ মাস  ইংরেজির মে-জুন মাসকে মাস ধরা হয়।

এই মাসকে মধু মাসও বলা হয়ে থাকে। কারণ আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। জ্যৈষ্ঠের ঝড়ঝাপটা এবং বৈশাখী ঝড় বাংলার প্রকৃতির সৌন্দর্য বৈচিত্র্য প্রকাশ করে। ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত এই মাস স্থায়ী হয়।

বাংলা আষাঢ় মাসের ক্যালেন্ডার ২০২৫

আষাঢ় মাসের নাম এসেছে অষধা নক্ষত্র থেকে। বর্ষার প্রথম মাস বাংলা আষাঢ় মাস। আষাঢ়ের কথা মনে হলেই ঘন কালো মেঘ ভেসে বেড়ায় চোখের সামনে। এই সময় প্রবল বৃষ্টিপাত হয়। ফলে কৃষিকাজের মৌসুম শুরু হয়। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর আষাঢ় মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
আশুরা২২ আষাঢ় ১৪৩২রবিবার৬ জুলাই ২০২৫
সাধারণত ইংরেজি জুন-জুলাই মাসকে বাংলায় আষাঢ় মাস ধরা হয়।এই মাসে ধানের চারা রোপণ এবং অন্যান্য ফসলের জন্য মাটি প্রস্তুতির কাজ করা হয়। বৃষ্টির ধারায় ভেজা প্রকৃতি এবং বাংলার নদী-নালা পানিতে ডুবে যাওয়ার সময় এটি। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এই মাস স্থায়ী হয়।

আষাঢ়ের বৃষ্টি বাংলার প্রকৃতিকে শীতল করে তোলে এবং কৃষকেরা বৃষ্টির পানি ব্যবহার করে ফসল ফলাতো।বর্তমানে কৃষিকাজ বৃষ্টির পানির উপর নির্ভর করে হয়না। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কৃষকেরা অতি সহজে ফসল ফলায়।

বাংলা শ্রাবণ মাসের ক্যালেন্ডার ২০২৫

এই সময়ের পূর্ণিমায় চাঁদ শ্রবণা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। শ্রবণা নক্ষত্রের নামেই এই মাসের নাম রাখা হয়েছে। শ্রাবণ মাস বর্ষার দ্বিতীয় মাষ। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর শ্রাবণ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
জাতীয় শোক দিবস৩১ শ্রাবণ ১৪৩২শুক্রবার১৫ আগস্ট ২০২৫
এই সময়ে বৃষ্টির পরিমাণ সব চেয়ে বেশি থাকে এবং পরিবেশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই মাসে সারাদিন বৃষ্টি ঝরতে থাকে। ফলে শ্রাবণ মাসে নদী-নালা ভরে ওঠে এবং বাংলাদেশের নানা অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা যায়।

বাংলায় শ্রাবণ মাস ধরা হয় ইংরেজি জুলাই-আগস্ট মাসকে। বাঙালিরা বিভিন্ন উৎসব পালন করে শ্রাবণ মাসে যার মধ্যে রয়েছে হিন্দুদের রথযাত্রা। শ্রাবণ মাস স্থায়ী হয় ১৬ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত।

বাংলা ভাদ্র মাসের ক্যালেন্ডার ২০২৫

ভদ্রা নক্ষত্রের নাম থেকে  এই মাসের নামকরণ করা হয়েছে। ভাদ্রে গ্রাম বাংলায় শুভ্র কাশ ফুল ফোটে।  ইংরেজি  আগস্ট-সেপ্টেম্বর মাসকে বাংলা ভাদ্র মাস ধরা হয়। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর ভাদ্র মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
শুভ জন্মাষ্টমী১ ভাদ্র ১৪৩২শনিবার১৬ আগস্ট ২০২৫
ঈদে মিলাদুন্নবী২১ ভাদ্র ১৪৩২শুক্রবার৫ সেপ্টেম্বর ২০২৫
শস্যক্ষেত্র পূর্ণ হওয়ার মাস ভাদ্র মাস। সাধারণত বর্ষার শেষে ভাদ্র মাসে মাঠের ফসল পরিপক্ক হয়ে ওঠে। ভাদ্র মাস ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়।

এই সময়ে কৃষিকাজ ধীরে ধীরে শেষ হয় এবং ফসল ঘরে তোলার প্রস্তুতি শুরু হয়। ভাদ্র মাসে গ্রামাঞ্চলে নবান্ন উৎসব পালিত হয়। নতুন ফসল দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হয়।

আরোও পড়ুনঃ

বাংলা আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৫

অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে এই সময় চাঁদ অবস্থান করে। তাই এই মাসের নাম হয়েছে আশ্বিন। আশ্বিন মাস হলো শরতের শুরু। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর আশ্বিন মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
বাংলা-আশ্বিন-মাসের-ক্যালেন্ডার-২০২৫
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
বিজয়া দশমী১৭ আশ্বিন ১৪৩২বৃহস্পতিবার২ অক্টোবর ২০২৫
ইংরেজি সেপ্টেম্বর-অক্টোবর মাসকে বাংলা আশ্বিন মাস ধরা হয়। নীল আকাশ, সাদা কাশফুল এবং বাতাসে হালকা শীতলতা আশ্বিন  মাসের প্রধান বৈশিষ্ট্য। আশ্বিন মাস ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত স্থায়ী হওঁয়।

এই মাস হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয় পূজা-পার্বণের জন্য । আশ্বিন মাসে দুর্গা পূজা উপলক্ষে উৎসব পালিত হয়, যা বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। তবে বাংলার প্রতিটি অঞ্চলে আনন্দ-উৎসবের আয়োজন করা হয় দুর্গা পূজা উপলক্ষে।

বাংলা কার্তিক মাসের ক্যালেন্ডার ২০২৫

কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে কার্তিক। কার্তিক মাসে শীতের আগমনী বার্তা পাওয়া যায়। কার্তিক মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই। এই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই।

ইংরেজি অক্টোবর-নভেম্বরে বাংলা কার্তিক মাস হয়ে থাকে। কার্তিক মাসে নানা রঙে প্রকৃতি সাজে। এটি ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। 

এই মাসটি কৃষিকাজের প্রধান সময় হিসেবে পরিচিত। এই মাসে ফসল কাটা হয়। এছাড়াও কার্তিক মাসে কার্তিক পূর্ণিমা, ধানের মৌসুম এবং মাছ ধরার উৎসবের সাথে সম্পর্কিত অনুষ্ঠান পালিত হয়। এটি বাঙালির আদি ঐতিহ্যের অংশ হিসেবে রক্ষিত।

বাংলা অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার ২০২৫

অগ্রহায়ণ মাসে চাঁদ মৃগশিরা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। এই নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী। তাই এই মাসের নাম রাখা হয়েছে অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই। শুধুমাত্র সাপ্তাহিক ছুটি ছাড়াএই মাসে সরকারি কোনো ছুটি নেই।  

এই মাসে পাকা ধানের মৌ মৌ গন্ধে চারদিক ভরে যায়। অগ্রহায়ণ মাস নতুন ধান ঘরে তোলার মাস। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসকে বাংলা অগ্রহায়ণ মাস হয়ে থাকে। এটি ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই মাসে কৃষকেরা নবান্ন উৎসব পালন করে।

নতুন ধান থেকে চাল ভেঙে পিঠা-পুলি, পায়েস ইত্যাদি তৈরি করা হয়। বাংলার কৃষিজীবী মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মাস হিসেবে অগ্রহায়ণ মাসকে গণ্য করা হয়ে থাকে। কারণ অগ্রহায়ণ মাসে ফসল ঘরে তোলার পর কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা আসে।

বাংলা পৌষ মাসের ক্যালেন্ডার ২০২৫

পুষ্যা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে পৌষ। এই মাসে মজার মজার পিঠা পাওয়া যায়। পৌষ মাস শীতের মাঝামাঝি সময়। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর পৌষ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
বাংলা-পৌষ-মাসের-ক্যালেন্ডার-২০২৫
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
বিজয় দিবস১ পৌষ ১৪৩২মঙ্গলবার১৬ ডিসেম্বর ২০২৫
বড় দিন১০ পৌষ ১৪৩২বৃহস্পতিবার২৫ ডিসেম্বর ২০২৫
পৌষ মাসে বাংলার গ্রামীণ জীবনে কৃষিকাজের ধীরগতি থাকে। ইংরেজি ডিসেম্বর-জানুয়ারি মাসের সময়ে পৌষ মাস ধরা হয়। এটি ১৬ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।

পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার বিভিন্ন অঞ্চলে মেলা এবং নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতের প্রচন্ড ঠান্ডা পরিবেশে মানুষ ঘরে বসে নানা ধরনের খাবার তৈরি করে এবং উষ্ণতার খোঁজে থাকে।

আরোও পড়ুনঃ

বাংলা মাঘ মাসের ক্যালেন্ডার ২০২৫

মঘা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম রাখা হয়েছে মাঘ। এই মাসের প্রচন্ড শীত উপেক্ষা করে সবাই নানা ধরনের উৎসব আনন্দে মেতে ওঠে। মাঘ মাস শীতের শেষ মাস হিসেবে পরিচিত। বাংলা ১২ মাসের ক্যালেন্ডার ২০২৫ এর মাঘ মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
শব-ই-বরাত২১ মাঘ ১৪৩৩বুধবার৪ ফেব্রুয়ারি ২০২৬ 
মাঘ মাসে প্রচন্ড শীত অনুভূত হয়। সার্বভৌম মাঘী স্নান এবং মাঘী পূর্ণিমার মতো ধর্মীয় অনুষ্ঠান এই সময়ে পালিত হয়ে থাকে। এই সময় পরিবেশ শুষ্ক ও ঠান্ডা হয়ে ওঠে এবং মাঘ মাসে বাংলার প্রকৃতিতে শীতের শীতলতা পরিলক্ষিত হয়।

সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলা মাঘ মাস ধরা হয় এবং এটি ১৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়।

বাংলা ফাল্গুন মাসের ক্যালেন্ডার ২০২৫

ফাল্গুন মাস বসন্তের প্রথম মাস। ফাল্গুনী নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। এই মাসে তরুণ তরুণীরা উতলা মনে নানা রঙ ছড়ায়। ফাল্গুন মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
শব-ই-বরাত১ ফাল্গুন ১৪৩২শুক্রবার১৪ ফেব্রুয়ারি ২০২৫
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৭ ফাল্গুন ১৪৩২শুক্রবার২১ ফেব্রুয়ারি ২০২৫
ফেব্রুয়ারি-মার্চ মাসে ফাল্গুন মাস ধরা হয়ে থাকে। এটি ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। ফাল্গুন মাসে প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে এবং চারপাশের পরিবেশ রঙিন হয়ে ওঠে।

ফাল্গুনের প্রধান উৎসব হলো বসন্ত উৎসব, যেখানে বাঙালিরা পীতবস্ত্র পরিধান করে বসন্তের আগমন উদযাপন করে। এই সময়ে ফুল ফোটে, পাখির কূজন শোনা যায় এবং প্রকৃতিতে গাছের নতুন পাতা গজাতে দেখা যায়।

বাংলা চৈত্র মাসের ক্যালেন্ডার ২০২৫

চৈত্র মাস হলো বাংলা বছরের শেষ মাস। বছরের শেষ এই মাসের নাম এসেছে চিত্রা নক্ষত্র থেকে। এই মাসের শেষের দিকে থাকে বর্ষ বিদায়ের হরেক আয়োজন। চৈত্র মাসের ছুটির তালিকাসহ বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জেনে নিই।
দিবস / উৎসবের নামবাংলা তারিখবারইংরেজি তারিখ
শেখ মুজিবের জন্মবার্ষিকী ও শিশু দিবস৩ চৈত্র ১৪৩২সোমবার১৭ মার্চ ২০২৫
স্বাধীনতা দিবস১২ চৈত্র ১৪৩২বুধবার২৬ মার্চ ২০২৫
শব-ই-কদর১৩ চৈত্র ১৪৩২বৃহস্পতিবার২৭ মার্চ ২০২৫
জুমাতুল বিদা১৪ চৈত্র ১৪৩২শুক্রবার২৮ মার্চ ২০২৫
ঈদুল ফিতর১৭ চৈত্র-১৯ চৈত্র ১৪৩২সোমবার-বুধবার৩১ মার্চ-২ এপ্রিল ২০২৫
চৈত্র মাসে গ্রীষ্মের আগমন ঘটে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। মার্চ-এপ্রিল মাসে বাংলা চৈত্র মাস ধরা হয়। এটি মার্চের ১৬ তারিখ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়। এই মাসে ফসল কাটা শেষ হয়।

চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তি পালিত হয়। যা পুরনো বছরকে বিদায় জানানোর এবং নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক। বাংলার গ্রামীণ সমাজে চৈত্র মাসে নানা ধরনের উৎসব ও মেলার আয়োজন করা হয়। 

আরোও পড়ুনঃ

শেষ কথাঃ বাংলা ১২ মাসের ঐতিহ্য ও সংস্কৃতি

আজকে ২০২৫ সালের বাংলা ১২ মাসের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন এবং আপনার কাছে যদি এটি তথ্যবহুল মনে হয় তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। বাংলা ১২ মাস সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে নিচে মন্তব্য করুন।

বাংলা মাসের নাম এবং এগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারি এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। প্রতিটি মাসের সাথে বাঙালির কৃষিকাজ, ঋতুবৈচিত্র্য এবং সামাজিক জীবনের গভীর সম্পর্ক রয়েছে।

বাংলা বছরের ক্যালেন্ডারের ইতিহাস প্রায় ৫০০ বছরের পরোনো। মুঘল সম্রাট আকবরের সময়ে যখন ফসলের কর নির্ধারণে একটি সঠিক সময়সূচী প্রয়োজন হয়েছিলো তখন এই বঙ্গাব্দের সূচনা ঘটেছিলো যা আজও বাঙালির দৈনন্দিন জীবনে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রকমসকম ডট কম ওয়েবসাইট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url